শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

RD | ১৬ মার্চ ২০২৫ ২০ : ০০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: একজন বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রের প্রেসিডেন্ট। সদ্য দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করেছেন। অন্যজন, পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নয়শীল দেশের প্রধানমন্ত্রী। গত বছরই তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে জিতে ভারতের ক্ষমতায় ফিরেছে বিজেপি। এই দুই রাষ্ট্র-প্রধানের বন্ধুত্ব অত্যন্ত গাঢ়। গত কয়েক বছর ধরেই বারে বারে সেই নজির সামনে এসেছে। এর রসায়ন কী? কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এত পছন্দ মোদির? পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকারে অকপটে সেইসবের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদির কথায়, ট্রাম্পের সাহস আছে। নিজের সিদ্ধান্ত নিজেই নেন। 'আমেরিকাই প্রথম' তাঁর নীতি। জবাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এইসব গুণাবলীর কথা তুলে ধরেছেন। এতেই মুগ্ধ নমো। 

প্রখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষক ও পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রধানমন্ত্রী মোদি হিউস্টনে ২০১৯ সালের 'হাউডি মোদি' অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন এবং ট্রাম্পের একটি অঙ্গভঙ্গি কীভাবে তাঁর স্মৃতিতে স্থান করে নিয়েছে তা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, "হিউস্টনে আমাদের একটি অনুষ্ঠান হয়েছিল, হাউডি মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি উভয়ই সেখানে ছিলাম এবং পুরো স্টেডিয়ামটি সম্পূর্ণরূপে পরিপূর্ণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বিপুল জনসমাগম একটি বিশাল মুহূর্ত।স্টেডিয়ামে পরিপূর্ণতা খেলাধুলায় সাধারণ ঘটনা, তবে একটি রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে সেটা ছিল অসাধারণ বিষয়।"  

মোদি বলেন, "প্রবাসী ভারতীয়রা প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটিয়েছিলেন। আমরা দু'জনেই বক্তৃতা দিয়েছিলাম। ওনার পর আমি যখন মঞ্চে বক্তব্য পেশ করছি তখন প্রেসিডেন্ট নীচে বসে আমার কথা শুনছিলেন। এটাই তাঁর বিনয়। শ্রোতাদের মধ্যে বসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাবাই য়ায় না। একটা অসাধারণ বিষয়।" 

প্রধানমন্ত্রী মোদি জানান, বক্তব্য শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে নেমে গিয়েছিলেন এবং তাঁকে স্টেডিয়ামের চারপাশে ঘুরে বেড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। তাঁর কথায়, "এক মুহূর্তও দ্বিধা ছাড়াই, ট্রাম্প রাজি হয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করলেন। তাঁর সমস্ত নিরাপত্তা ব্যবস্থা তখন অপ্রস্তুত ছিল। আমার জন্য, সেই মুহূর্তটি সত্যিই মর্মস্পর্শী ছিল, এটি আমাকে উপোলব্ধি করিয়েছিল যে- এই লোকটির সাহস আছে। তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন, কিন্তু সেই মুহূর্তে তিনি আমাকে এবং আমার নেতৃত্বকে এতটাই বিশ্বাস করেছিলেন যে তিনি আমার সঙ্গে ভিড়ের মধ্যে হেঁটে গিয়েছিলেন। পারস্পরিক আস্থার অনুভূতি, আমাদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন, যা আমি সেদিন সত্যিই প্রত্যক্ষ করেছি।" 

গত বছর রেকর্ড ভোটে তৃতীয় মেয়াদে জয়ী প্রধানমন্ত্রী মোদি, প্রেসিডেন্ট ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট" নীতির প্রশংসা করেছেন। তাঁর দাবি ট্রাম্পের ওই নীতি  তাঁর "ইন্ডিয়া ফার্স্ট" পদ্ধতির অনুরূপ। মোদির দাবি, "সাম্প্রতিক নির্বাচনী প্রচারের সময় যখন তাঁকে গুলি করা হয়েছিল, তখন আমি দৃঢ় এবং দৃঢ়প্রতিজ্ঞ প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখেছি। যিনি সেই স্টেডিয়ামে আমার সঙ্গে হাত ধরে হেঁটেছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পরেও তিনি আমেরিকার প্রতি অটলভাবে নিবেদিত ছিলেন, তাঁর জীবন ছিল তাঁর জাতির জন্য। যা তাঁর 'আমেরিকা ফার্স্ট' চেতনাকে প্রতিফলিত করে, ঠিক যেমন আমি 'নেশন ফার্স্ট'-এ বিশ্বাস করি। আমি 'ইন্ডিয়া ফার্স্ট'-এর পক্ষে এবং সেই কারণেই আমরা এত ভালোভাবে সংযুক্ত। এই বিষয়গুলিই সত্যিকার অর্থে প্রতিধ্বনিত হয়।" 

কীভাবে তিনি প্রথমবার হোয়াইট হাউসে যাওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে প্রোটোকল ভেঙে ফেলেছিলেন সে কথাও এদিনেক সাক্ষাাৎকারে  স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, "আমি যখন প্রথমবার হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করি, তখন মিডিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে ইতিমধ্যেই অনেক কিছু লেখা হয়েছিল। সেই সময়ে, তিনি অফিসে নতুন ছিলেন, এবং বিশ্ব তাঁর সম্পর্কে বেশ ভিন্ন ধারণা করেছিল। এমনকি তাঁর সঙ্গে দেখা করার আগে আমাকেও বিভিন্ন উপায়ে ব্রিফ করা হয়েছিল। কিন্তু আমি অবাক হয়েছি, আমি হোয়াইট হাউসে পা রাখার মুহূর্তেই তিনি সমস্ত আনুষ্ঠানিক প্রোটোকল ভেঙে ফেলেন। এবং তারপর, তিনি ব্যক্তিগতভাবে আমাকে হোয়াইট হাউস ঘুরে দেখালেন। তিনি যখন আমাকে ঘুরে দেখাচ্ছে, তখন আমি অসাধারণ একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তাঁর হাতে কোনও নোট বা কিউ কার্ড ছিল না, সাহায্য করার জন্য কেউ তাঁর সঙ্গে ছিলেন না। তিনি নিজেই বিষয়গুলি তুলে ধরেছিলেন।"  


President Donald TrumpDonald Trump Narendra ModiModiTrump Modi

নানান খবর

নানান খবর

২৫ তম বিবাহবার্ষিকীতে উদ্দাম নাচের মধ্যে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন স্বামী, পরিণতি জানলে চোখে জল আসবে

আরও এক ধাপ এগোল কেন্দ্র, রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, নয়া আইন কার্যকরে এখন শুধু রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

জানেন কোন রাজ্যের ধোসা সবচেয়ে সুস্বাদু? এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক

ভারতীয় যুবকের সঙ্গে নাচে মত্ত বিদেশিনী, কারণ জানলে অবাক হবেন

প্রাণের ভয়ে প্রেমিকের হাতে স্ত্রী-কে তুলে দিলেন স্বামী, তবে ভাগ্য ফিরল দু’দিনের মধ্যেই

এত কেচ্ছা! স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই চোখ কপালে, শেষমেশ শ্রীঘরে পাঠালেন স্ত্রী

টানা তিন মাস, তাপপ্রবাহে ছারখার হবে ১৬ রাজ্য, শোচনীয় দশা হতে পারে বাংলারও!

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া